জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুই প্রকল্পে পরামর্শক নিয়োগের অনুমোদন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দুই প্রকল্পে পরামর্শক নিয়োগের অনুমোদন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’ ও ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পে পরামর্শক নিয়োগের দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এই দুই প্রকল্পের জন্য পরামর্শক সেবা ক্রয়ে মোট ব্যয় হবে ৩৬৮ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার ৮৮২ টাকা।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বিদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ‘কনসালট্যান্সি সার্ভিস ফর ডিজাইন, সুপারভিশন অ্যান্ড ম্যানেজমেন্ট’ পরামর্শক সেবা ক্রয়ের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত ৭টি প্রতিষ্ঠানের কাছে অনুরোধ প্রস্তাব পাঠানো হলে ৭টি প্রতিষ্ঠান কারিগরি ও আর্থিক প্রস্তাব দাখিল করে।

তার মধ্যে ৫টি প্রস্তাব কারিগরিভাবে যোগ্য বিবেচিত হয়। প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশ করা সর্বোচ্চ স্কোর অর্জনকারী রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে ইপটিসা সার্ভিসিওস ডি ইনজেনিরা, এস,এল, স্পেন; অ্যাকোয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লি. বাংলাদেশ; ডেভকনসালট্যান্ট লি. বাংলাদেশ এবং ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস লি.বাংলাদেশ-কে নিয়োগের সুপারিশ করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার ৩৩৩ টাকা।

Advertisement

আরও পড়ুনসিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি, ব্যয় ৫৯৮ কোটি ৩১ লাখ টাকা

বৈঠকে আরেক প্রস্তাবে ‘জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানিসম্পদ ব্যবস্থাপনা (বিশেষ সংশোধন)’ প্রকল্পের আওতায় প্রজেক্ট ইমপ্লিমেন্টশন সাপোর্ট কনসালট্যান্ট নিয়োগের অনুমোদন চাওয়া হলে উপদেষ্টা পরিষদ কমিটি তাতেও অনুমোদন দেয়।

এই প্রকল্পের আওতায় যৌথভাবে নর্থওয়েস্ট হাইড্রলিক কনসালট্যানটস লি.; মেটামেটা রিসার্চ এবং রিসোর্স প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস প্রা. লিমিটেডকে নিয়োগের সুপারিশ করে দরপ্রস্তাব মূল্যায়ন কমিটি।

১৯৬ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৫৪৯ টাকায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য ২০২৪ সালের ২৬ ডিসেম্বর তারিখের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থাপন করা হয়।

প্রকল্পের ডিপিপিতে পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকায় ডিপিপি সংশোধন করে পরে এ কমিটিতে প্রস্তাব করার জন্য সুপারিশ করা হয়। সেই নির্দেশনা অনুসারে ডিপিপি সংশোধন করা হয়।

Advertisement

এ অবস্থায়, প্রস্তাবের সব প্রক্রিয়া শেষে পিইসি কর্তৃক নেগোসিয়েশনের মাধ্যমে সুপারিশকৃত সর্বোচ্চ স্কোর অর্জনকারী যৌথভাবে ওই দরদাতা প্রতিষ্ঠানকে নিয়োগের সুপারিশ করা হলে কমিটি তাতে অনুমোদন দেয়। এতে ব্যয় হবে ১৯৬ কোটি ৯ লাখ ৪৬ হাজার ৫৪৯ টাকা।

এমএএস/ইএ/জেআইএম