ক্যাম্পাস

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নসরুল কাদির

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. নসরুল কাদির

চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচালনাধীন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ডিপার্টমেন্টের অধ্যাপক ড. এস এম নছরুল কাদির। আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (বেসরকারি বিশ্ববিদ্যালয়-১) সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়- বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এস এম নছরুল কাদিরকে ভাইস-চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও উল্লেখ করা হয়, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন এবং আইন অনুযায়ী দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

Advertisement

এর আগে, চলতি বছরের ১৩ জানুয়ারি চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদ পূরণের জন্য মোট নয়জনের নাম প্রস্তাব করে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় চট্টগ্রাম সিটি করপোরেশন।

অধ্যাপক এস এম নসরুল কাদির ১৯৬৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৫ সালে অর্থ বিভাগে সম্মানসহ বাণিজ্যে স্নাতক এবং ১৯৮৬ সালে অর্থ ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পিজিডিপিএম ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক কাদির ২০০৯ সালে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে আন্তর্জাতিক ব্যবসায়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৬ সালের মে মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থ ও ব্যাংকিং বিভাগে প্রভাষক হিসেবে তার শিক্ষকতা জীবন শুরু করেন। ২০১২ সাল থেকে একই বিশ্ববিদ্যালয়ের অর্থ বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক এবং কোষাধ্যক্ষ ছিলেন।

শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করার আগে, অধ্যাপক কাদির ১৯৮৯ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত আইসিআই পিএলসি ইউকে-এর সহযোগী প্রতিষ্ঠান আইসিআই বাংলাদেশ লিমিটেড, ঢাকায় আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক এবং ১৯৯৪ সালের মার্চ থেকে ১৯৯৬ সালের এপ্রিল পর্যন্ত সিঙ্গাপুরের লিংকার্স (ফার ইস্ট) প্রাইভেট লিমিটেড, চট্টগ্রামে বাংলাদেশ লিয়াজোঁ অফিসে ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং পেশাদার সংস্থাগুলোর সহকারী অনুষদেরও দায়িত্ব পালন করেন। অধ্যাপক কাদিরের মাইক্রো ফাইন্যান্স, লিজ ফাইন্যান্স, ই-ব্যাংকিং, করপোরেট ফাইন্যান্স, ক্যাপিটাল মার্কেট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং বইগুলিতে প্রচুর গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

গত বছরের আগস্টে সরকার পতনের পর শিক্ষার্থীর আন্দোলনের মুখে গত ৬ ডিসেম্বর সাবেক উপাচার্য ড. অনুপম সেনের পদত্যাগের পর এতদিন ধরে পদটি শূন্য ছিল।

Advertisement

এমডিআইএইচ/জেএইচ/জেআইএম