জাতীয়

কাতারে ব্যস্ত দিন কাটালেন বাংলাদেশের নারী খেলোয়াড়রা

কাতারে ব্যস্ত দিন কাটালেন বাংলাদেশের নারী খেলোয়াড়রা

বাংলাদেশের চারজন নারী ফুটবলার ও ক্রিকেটার মঙ্গলবার কাতারের দোহায় আর্থনা সামিট-এ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যস্ত দিন কাটিয়েছেন।

Advertisement

এ চার খেলোয়াড় হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। তারা মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেন।

প্রধান উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সামনে এই চার খেলোয়াড়কে পরিচয় করিয়ে দেন এবং বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি ও তাদের অর্জন তুলে ধরেন।

সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা চার খেলোয়াড়কে স্বাগত জানান। সামিট চলাকালে কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা তাদের সাক্ষাৎকারও গ্রহণ করেন।

Advertisement

পরে প্রধান উপদেষ্টার সঙ্গে এ খেলোয়াড়রা কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আর্থনা সামিটের আয়োজক শেখ হামাদ বিন খলিফা বিন হামাদ বিন আব্দুল্লাহ বিন জসিম বিন মোহাম্মদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন।

বাংলাদেশে নারী ক্রীড়াবিদ হিসেবে তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো তারা শেখ হামাদের সামনে তুলে ধরেন।

শেখ হামাদ বিন খলিফা বিন হামাদ বিন আব্দুল্লাহ বিন জসিম বিন মোহাম্মদ আল থানি, যিনি নিজেও একজন সাবেক কাতারি শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ এবং কাতারের আমিরের বোন, বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ডরমিটরি, জিমনেসিয়াম এবং অনুশীলন সুবিধা নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।

ফুটবলার আফিদা খন্দকার বলেন, কাতারি রাজকন্যার সঙ্গে জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেছি। এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। এখানে নিয়ে আসতে পেরে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ।

Advertisement

পরে প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গে পরিচয় করিয়ে দেন, যিনি সামিটে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।

এ প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ফুটবলার ও ক্রিকেটার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফরে রয়েছেন।

কাতার ফাউন্ডেশনের আমন্ত্রণে এই নারী খেলোয়াড়রা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন।

প্রধান উপদেষ্টা বর্তমানে চারদিনের সফরে কাতারে অবস্থান করছেন এবং আর্থনা সামিটে অংশ নিচ্ছেন।

এমইউ/জেএইচ/এএসএম