দেশজুড়ে

পাওনাদারের চাপে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক

পাওনাদারের চাপে অফিসেই প্রাণ দিলেন সমিতির মালিক

পাবনার ঈশ্বরদীতে পাওনাদারদের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে নূরুল ইসলাম নামে এক সমবায় সমিতির মালিক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুলাডুলি রেলগেট এলাকায় মুলাডুলি ঋণদান ও সঞ্চয় সমিতির অফিস কক্ষে এ ঘটনা ঘটে।

Advertisement

নূরুল ইসলাম উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামের সরকার পাড়া এলাকার হাসেম আলীর ছেলে।

মুলাডুলি বাজার এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি পরিচালনা করতেন নূর ইসলাম। তিনি মুলাডুলি বাজারের ব্যবসায়ীদের কাছে থেকে সঞ্চয় গ্রহণ ও ঋণ বিতরণ করতেন। তার কাছে অনেক সদস্য সঞ্চয়ের টাকা পাবেন। সেজন্য অনেকেই তাকে চাপ দিচ্ছিলেন। সম্প্রতি তিনি জমি বিক্রি করে কিছু সদস্যকে টাকা পরিশোধ করলেও আরও অনেকের সঞ্চয় পরিশোধ করতে না পারায় হতাশাগ্রস্ত ছিলেন। হতাশা থেকেই তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মুলাডুলি বাজারের ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে মুলাডুলি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি অফিসে একজন লোক গিয়ে নূরুল ইসলামকে ডাকাডাকি করে না পেয়ে জানালা খোলা দেখে উঁকি দেন। এসময় দেখেন ফ্যানের সঙ্গে তার মরদেহ ঝুলছে। পরে তিনি আশপাশের দোকানদারদের বিষয়টি জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ রাত সাড়ে ৮টায় তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে ঈশ্বরদী থানার পুলিশ রয়েছে। তারা মরদেহ উদ্ধার শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

শেখ মহসীন/এফএ/এএসএম