কুমিল্লার লালমাইতে বিক্রির উদ্দেশ্যে মৃত গরু জবাই করে মাংস সংরক্ষণের অপরাধে আবুল কালাম নামের এক মাংস ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা এই দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামের মৃত তরব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভুশ্চি বাজারে গরু ও ছাগলের মাংস বিক্রি করে আসছেন।
এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা জাগো নিউজকে বলেন, আবুল কালাম মৃত গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে ৮০ কেজি মাংস সংরক্ষণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তখন না পেয়ে পুনরায় বিকেলে ভুশ্চি বাজার থেকে অভিযান চালিয়ে ৮০ কেজি মৃত গরুর মাংস উদ্ধার হয়। পরে ৬ ফুট গর্ত করে চুন দিয়ে মাংসগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় অভিযুক্ত আবুল কালামকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম