দেশজুড়ে

বিচারকের বাসার তালা কেটে টাকা-স্বর্ণালংকারসহ শাড়ি নিয়ে গেলো চোর

বিচারকের বাসার তালা কেটে টাকা-স্বর্ণালংকারসহ শাড়ি নিয়ে গেলো চোর

ময়মনসিংহে জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ ফারহানা ফেরদৌসের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। টাকা-স্বর্ণালংকারসহ শাড়িও নিয়ে গেছে চোর। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে নগরীর পণ্ডিতপাড়া এলাকার মুমিনুন্নিসা এক্সেল টাওয়ারের ১০তলা ফ্ল্যাটের দরজার তালা কেটে এই চুরির ঘটনা ঘটে।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।

তিনি বলেন, সকাল সাড়ে ১০টার দিকে স্পেশাল জজ ফারহানা ফেরদৌস বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর অজ্ঞাত চোর ফ্ল্যাট বাসার দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ২ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার ও ১০টি শাড়ি নিয়ে যায়। এ ঘটনার কিছুক্ষণ পর স্পেশাল জজের বাবুর্চি ফ্ল্যাটের দরজার তালা কাটা দেখে চুরির ঘটনাটি টের পান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

Advertisement

ওসি বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। মামলাও প্রক্রিয়াধীন। ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হবে। চোরচক্রকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম