খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে চলমান অস্থিরতা নিরসনে জরুরি বৈঠকে বসেছেন ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদ।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় এ বৈঠক শুরু হয়। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বৈঠক চলছিল।
এদিকে, অনশনরতদের মধ্যে চার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন, মেকাট্রনিক্স ২৩ ব্যাচের দুজন ও অন্য দুজন সিএসই ২১ ব্যাচের। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া আগে অসুস্থ হয়ে পড়া অন্য দুই শিক্ষার্থীকে অভিভাবকরা বাড়িতে নিয়ে গেছেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কুয়েট ভিসিকে অপসারণ করতে হবে। অথবা নিজ থেকে পদত্যাগ করতে হবে। খুলনায় যে গরম এখানে প্রায় ৪৫ ডিগ্রির মতো তাপ অনুভব হচ্ছে। এমন অবস্থায় আমরা কতক্ষণ বেঁচে থাকব জানি না।
Advertisement
এর আগে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক, সহকারী পরিচালকসহ বেশ কয়েকজন শিক্ষক অনশন ভাঙার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করেন। এসময় তারা জুস পান করিয়ে অনশন ভাঙানোর চেষ্টাও করেন। তবে শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি।
তবে সার্বিক বিষয়ে কথা বলতে কুয়েট ভিসি অধ্যাপক মুহাম্মদ মাছুদের মোবাইলে ফোন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি।
আরিফুর রহমান/এএইচ/এমএস
Advertisement