সিটি কলেজের সঙ্গে সংঘর্ষের জেরে এবার ঢাকা কলেজেরও সব ক্লাস আগামী দুদিনের (বুধ-বৃহস্পতিবার) জন্য স্থগিত করা হয়েছে। তবে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
Advertisement
মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কলেজের (অধ্যক্ষ) ভারপ্রাপ্ত অধ্যাপক পারভীন সুলতানা হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
৪ ঘণ্টা পর থামলো ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ, অনার্স ও মাস্টার্স শ্রেণির ক্লাস আগামী বুধ ও বৃহস্পতিবার (২৩ ও ২৪ এপ্রিল) স্থগিত করা হয়েছে। তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
Advertisement
ক্লাস স্থগিতের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে।
এর আগে সংঘাত এড়াতে দুদিনের জন্য ঢাকা সিটি কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এফ. এম. মোবারক হোসাইন বিকেলে এ ঘোষণা দেন।
আরও পড়ুন
বুধ-বৃহস্পতিবার সিটি কলেজ বন্ধ ঘোষণাতিনি বলেন, আবারও যেন কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সেজন্য বুধ ও বৃহস্পতিবার সিটি কলেজের সব ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে৷
Advertisement
এনএস/এমকেআর/এমএস