সাতক্ষীরার শ্যামনগরে নীলডুমুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানি।
Advertisement
সোমবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে আরবিজি কোম্পানির অধীন বয়েসিং ভাসমান বিওপির টহলদল বকচর এলাকায় অপারেশন চালিয়ে তাদের আটক করে।
এসময় বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ৬ জনকে ৪টি মোবাইল ও ৪০ হাজার ভারতীয় রুপিসহ আটক করে বিজিবি।
একই দিন বিকেলে কৈখালী বিওপির টহলদলের অভিযানে বকচর নামক এলাকা থেকে নারী ও শিশুসহ ৬ জনকে একটি ল্যাপটপ, ৪টি মোবাইল, নগদ ৫০০ ভারতীয় রুপিসহ আটক করে বিজিবি।
Advertisement
আটকদের শ্যামনগর থানায় হস্তান্তর ও পলাতক মানব পাচারকারীচক্রের সদস্যদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিএন অধিনায়ক লে. কমান্ডার সৈয়দ আব্দুর রউফ।
আহসানুর রহমান রাজীব/এমএন/এএসএম