জাতীয়

মঙ্গলবার ৩ ফ্লাইটের যাত্রীদের সকাল ৬টায় হজক্যাম্পে আসার অনুরোধ

মঙ্গলবার ৩ ফ্লাইটের যাত্রীদের সকাল ৬টায় হজক্যাম্পে আসার অনুরোধ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার পরিপ্রেক্ষিতে যানজট এড়াতে মঙ্গলবার (৬ মে) তিনটি ফ্লাইটের হজযাত্রীদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

সোমবার (৫ মে) রাতে হজ পরিচালক মো. লোকমান হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্তাধিকারী/অংশীদার/পরিচালক/চেয়ারম্যানদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৬ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোডে ভিভিআইপি মুভমেন্ট থাকবে। ফলে রাস্তায় যানজট সৃষ্টির আশংকা রয়েছে।

সেই পরিপ্রেক্ষিতে যানজট সংক্রান্ত অনাকাঙ্খিত পরিস্থিতি এড়ানোর জন্য যেসব হজ এজেন্সির হজযাত্রীরা মঙ্গলবার ১২টা৫০ মিনিটে সৌদিয়া এয়ারলাইন্স, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৪টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সৌদি আরব গমন করবেন তাদের সকাল ৬টার মধ্যে হজক্যাম্পে উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Advertisement

উন্নত চিকিৎসার জন্য প্রায় চার মাস যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। মঙ্গলবার সকালে তার ঢাকায় পৌঁছানোর কথা। দলের চেয়ারপারসনের দেশে ফেরা ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আরএমএম/এমএইচআর

Advertisement