দেশজুড়ে

হলে বিশৃঙ্খলা, না থামানোয় ১২ শিক্ষককে অব্যাহতি

হলে বিশৃঙ্খলা, না থামানোয় ১২ শিক্ষককে অব্যাহতি

নোয়াখালীর সোনাইমুড়ীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় কক্ষে বিশৃঙ্খলার দায়ে ১২ শিক্ষককে অব্যাহিত দেওয়া হয়েছে। তারা এ বছরের আর কোনো পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আমিশাপাড়া খলিলুর রহমান ডিগ্রি কলেজে এবং জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সোনাইমুড়ী উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে দায়িত্বে চরম অবহেলার প্রমাণ পাই। কক্ষে পরীক্ষার্থীরা ব্যাপক শোরগোল করছিল। কিন্তু দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের কোনোভাবে থামাননি। তাই ১২ শিক্ষককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে স্ব স্ব কেন্দ্র সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন উপজেলার নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কুমার, নুরুল ইসলাম, কেশারপাড় বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক মোস্তফা সুজন, সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইফুল আলম, তাজুল ইসলাম, ফেরদাউস আক্তার, খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নূর-এ-জান্নাত, জাবেদ হোসেন, মাহাবুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত বানু, আজিমুল ইসলাম ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন। অপরজনের নাম জানা যায়নি।

ইকবাল হোসেন মজনু/এসআর