আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৫

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২১ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

পোপ ফ্রান্সিস মারা গেছেনক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি।

কেমন ছিল পোপ ফ্রান্সিসের জীবন?রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা গেছেন। এক বিবৃতিতে ভ্যাটিকানের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ ছিলেন তিনি।

পোপের মৃত্যু, এরপর যা যা ঘটবেপোপ হচ্ছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু। পোপ হিসেবে যিনি নির্বাচিত হন, তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব চার্চের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১২ বছর ধরে বিশ্বের প্রায় ১৪০ কোটি ক্যাথলিককে পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন পোপ ফ্রান্সিস।

Advertisement

বোমার ভয়ের চেয়েও ক্ষুধায় কাতর গাজাবাসীফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মানবিক সংকট। এখন ক্ষুধাই হয়ে উঠেছে সবচেয়ে ‘বড় অস্ত্র’। ইসরায়েলের বোমাবর্ষণের চেয়েও বেশি আতঙ্কের কারণ হয়ে উঠেছে অনাহার। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের এক প্রতিবেদনে ফিলিস্তিনিদের এমনই দুঃসহ জীবনের করুণ চিত্র উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনেরচলমান বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্রকে খুশি করতে কোনো দেশ যদি এমন কোনো চুক্তি করে, যা চীনের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে, তাহলে সেই দেশের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে বেইজিং। সোমবার (২১ এপ্রিল) এমন হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

যুক্তরাষ্ট্রের কিছু এমপি-কর্মকর্তা-এনজিওর বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও কর্মকর্তার পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। সোমবার (২১ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই ঘোষণা দেন।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ পুতিনের ‘যুদ্ধবিরতি নাটক’ ও ট্রাম্পের শান্তিচুক্তির ভবিষ্যৎতিন বছর ধরে ঠাঁই দাঁড়িয়ে আছে বাণিজ্যিক জাহাজ ‘দ্য বাল্ড ম্যান’। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের আগের দিন সূর্যমুখী তেলের চালান নিতে এসে এটি আটকে যায় ইউক্রেনের মাইকোলাইভ বন্দরে। সেখান থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরেই যুদ্ধক্ষেত্র। দ্য বাল্ড ম্যানের মতো আটকে রয়েছে আরও ২৮টি বিদেশি মালিকানাধীন জাহাজ। এটাই এখন কৃষ্ণসাগরে বাস্তবতা।

Advertisement

রাশিয়ার বিরুদ্ধে দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগইস্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণার পরেও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হামলার অভিযোগ উঠেছে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন।

ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, নিহত ১২ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় কমপক্ষে ১২ জন নিহত। আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। সোমবার (২১ এপ্রিল) সকালে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

যুদ্ধ শেষ হলেও মরণফাঁদে সিরীয়রাসিরিয়ায় গৃহযুদ্ধের অবসান হয়েছে, বাশার আল-আসাদ সরকারের পতন হয়েছে। কিন্তু দেশটির হতভাগা সাধারণ মানুষের আশপাশে এখনো ঘুরে বেড়াচ্ছে মৃত্যুর বিভীষিকা। কে, কখন কীভাবে মারা যাবেন, তা-ও যে নিশ্চিত নয়। এখনো দেশটিতে প্রতিদিন কেউ না কেউ প্রাণ হারাচ্ছেন বা মারাত্মকভাবে জখম হচ্ছেন, তাদের পায়ের তলায় এখনো রয়ে গেছে মরণফাঁদ।

ভারতে হিন্দুত্ববাদীদের সশস্ত্র হামলায় পণ্ড খ্রিস্টানদের ইস্টারের অনুষ্ঠানভারতের আহমেদাবাদে ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়েছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) সদস্যরা। রোববার (২০ এপ্রিল) সকালে একটি বেসরকারি হলে এই হামলা চালানো হয়। হিন্দুত্ববাদীদের দাবি, সেখানে ধর্মান্তরণের কাজ চলছিল।

কেএএ/এএসএম