দেশজুড়ে

আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া কেসিসির কর্মচারী বরখাস্ত

আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া কেসিসির কর্মচারী বরখাস্ত

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নিয়ে গ্রেফতার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) কর আদায় শাখার নিম্নমান সহকারী রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) দুপুরে নগর ভবন থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র জানা যায়, আওয়ামী লীগের মিছিলে অংশ নিয়ে গ্রেফতার হওয়ায় তাকে তাকে বরখাস্ত করা হয়। রবিউল আলম ডুমুরিয়ার খর্ণিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। কেসিসির সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন তিনি।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম জানান, রবিউল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

Advertisement

আরিফুর রহমান/আরএইচ/এএসএম