দেশজুড়ে

ফরিদপুরে আওয়ামী লীগের ৮ কর্মী গ্রেফতার

ফরিদপুরে আওয়ামী লীগের ৮ কর্মী গ্রেফতার

ফরিদপুরে মধ্যরাতে মিছিল করায় আওয়ামী লীগের আট কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়মিত মামলা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

Advertisement

রোববার (২০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের চন্ডিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, শহরের মাচ্চর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা বিমল কুমার সরকার, মধুখালী উপজেলার মো. বাবু মোল্যা, মো. সোয়াদ, সালথা উপজেলার বিল্লাল হোসেন, মো. হাসিবুল, মো. আকাশ ও রবিউল ইসলাম।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির পূর্ব প্রস্তুতি ও মিছিল করার অভিযোগে তাদের আটক করা হয়।

Advertisement

এনকে বি নয়ন/আরএইচ/এএসএম