খেলাধুলা

শাহিন আফ্রিদিকে সোনায় মোড়ানো আইফোন উপহার দিলো লাহোর

শাহিন আফ্রিদিকে সোনায় মোড়ানো আইফোন উপহার দিলো লাহোর

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ক্রিকেটারদের দামি পুরস্কার দেওয়া হয় না, ক্রিকেটাঙ্গনে এমন সমালোচনা রয়েছে। সমালোচকদের জবাব দিতেই বোধহয় এবার দামি পুরস্কার প্রদানের উদাহরণ তৈরি করলো রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স।

Advertisement

অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে সোনায় মোড়ানো আইফোন প্রো ১৬ উপহার দিয়েছে লাহোর। ক্রিকেটাঙ্গনে যা ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

২০২১ সালে প্রথমবারের মতো লাহোরের অধিনায়ক নির্বাচিত হন শাহিন আফ্রিদি। ২০২২ সালেই দলকে প্রথমবারের মতো শিরোপা জেতান। পরের মৌসুমে সেই শিরোপা ধরেও রাখে তার দল। এতে পিএসএলের ইতিহাসে প্রথম ফ্র্যাঞ্জাইজি হিসেবে ব্যাক টু ব্যাক শিরোপা জেতার রেকর্ড করে লাহোর।

চলতি মৌসুমেও দলটির অবস্থা বেশ ভালো। তিন ম্যাচের দুটিতে জিতে শাহিন-রিশাদদের দল টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। এবারও যেন ভালো কিছু করতে পারে, সেই লক্ষ্য পূরণে দলকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই ক্রিকেটারদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নেয় লাহোর।

Advertisement

      View this post on Instagram

A post shared by Lahore Qalandars (@lahoreqalandars)

ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফদেরও দেওয়া হয় উপহার। প্রথম উপহার পান শাহিন।

লাহোর কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে দেখা যাচ্ছে, শাহিনের হাতে একটি বাক্স তুলে দেওয়া হয়। শাহিন বাক্সটি খুলতেই দেখা যায়, তাতে রয়েছে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো আইফোন প্রো ১৬। এমন উপহার পেয়ে চমকে যান শাহিন।

ফোনটিতে পাকিস্তানের এই তারকা পেসারের নাম এবং জার্সি নম্বর লেখা রয়েছে। ছবির সঙ্গে দলের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘আমাদের অধিনায়ক এই উপহারের যোগ্য। দলের প্রধান শক্তি শাহিনকে ২৪ ক্যারেটের সোনায় বাঁধানো আই ফোন দেওয়া হলো।’

Advertisement

যদিও শাহিনকে সোনায় মোড়ানো আইফোন দেওয়া অনৈতিক বলে দাবি করেন লাহোরের আরেক পেসার হারিস রউফ।

এমএইচ/এএসএম