জাতীয়

ভূমিহীন পার্টি, বেকার সমাজসহ আরও যারা চায় ইসির নিবন্ধন

ভূমিহীন পার্টি, বেকার সমাজসহ আরও যারা চায় ইসির নিবন্ধন

জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ বেকার সমাজ -এর মতো নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে আগ্রহী মোট ৬৫টি দল। ইসির নিবন্ধন শাখায় দলগুলো নিবন্ধন পেতে আবেদন জমা দিয়েছে। অনেকে হয়তো এসব দলের নাম শোনেনি। বেশির ভাগই নামসর্বস্ব পার্টি। কোনো কার্যক্রমও চোখে পড়ে না।

Advertisement

সোমবার ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

অন্যদিকে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ ৪৬টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। এর পরিপ্রেক্ষিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময় ২২ জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।

আবেদনের তালিকায় আছে ‘বাংলাদেশ সংস্কারবাদী পার্টি’, ‘বাংলাদেশ শান্তির দল’, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’, ‘বাংলাদেশ জনপ্রিয় পার্টি’, ‘জনতার কথা বলে’ -এ ধরনের বাহারি নামের দলগুলো।

Advertisement

গত ১০ মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। অবশ্য গতকাল আবেদনের সময় বাড়িয়েছে ইসি। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়েছিল। এছাড়া আরও কিছু দলের পক্ষ থেকেও এই অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন: সংস্কার না করে কোনো নির্বাচনেই ভালো ফল পাওয়া যাবে না

এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫০টি। কোনো দলকে দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। এ নিবন্ধন পেতে কিছু শর্ত পূরণ করার বিধান আছে।

নিবন্ধন পেতে আগ্রহী দল:

বাংলাদেশ সংরক্ষণশীল দল (বিসিপি), জনতা কংগ্রেস দল, বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টি, বাংলাদেশ জাস্টিস পার্টি (বাজাপা), বাংলাদেশ তৃণমূল জনতা পার্টি, বাংলাদেশ মুক্তি ঐক্যদল, বাংলাদেশ জনশক্তি পার্টি, বাংলাদেশ নাগরিক আন্দোলন পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা পার্টি, জাস্টিস পার্টি বাংলাদেশ, বাংলাদেশ জেনারেল পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ), বাংলাদেশ জাতীয় লীগ, কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), ভাসানী জনশক্তি পার্টি, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ জনগণের দল (বাজদ), ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সনাতন পার্টি, স্বাধীন জনতা পার্টি, আমজনতার দল, সংবিধানবিষয়ক জনস্বার্থ পার্টি সংগঠন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ডেমোক্রেটিক লীগ (ডিএল), বাংলাদেশ গণঅভিযাত্রা দল, বাংলাদেশ জাস্টিস পার্টি, ন্যাশনাল লেবার পার্টি, জনতা মহাজোট বাংলাদেশ, বাংলাদেশ জনতার ঐক্য, জাতীয় জনতা পার্টি, সাধারণ জনতা পার্টি, বাংলাদেশ জনতা ফ্রন্ট, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জনগণের পার্টি, অহিংস গণআন্দোলন।

এমওএস/এমএইচআর/এএসএম

Advertisement