দেশজুড়ে

বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শ্রমিকের মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে শহীদুল হাওলাদার (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রত্নপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, দুপুরে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। ঝড়ের সময় রত্নপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রত্নপুর গ্রামের মৃত. আ. রশিদ হাওলাদারের ছেলে শহীদুল হাওলাদার পানের বরজে কাজ করছিলেন। এসময় পান বরজের পাশের একটি গাছ ভেঙে শহীদুলের উপর পড়লে ঘটনা স্থালেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Advertisement

শাওন খান/এএইচ/এএসএম