যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইনপ্রণেতা ও কর্মকর্তার পাশাপাশি কয়েকটি বেসরকারি সংস্থার (এনজিও) প্রধানদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে চীন। সোমবার (২১ এপ্রিল) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই ঘোষণা দেন।
Advertisement
তিনি জানান, হংকং-সম্পর্কিত বিষয়গুলোতে যেসব মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা এবং এনজিও প্রধানরা ‘খারাপ ভূমিকা’ রেখেছেন, তাদের বিরুদ্ধে চীন নিষেধাজ্ঞা দেবে। দেশটির ‘বিদেশি নিষেধাজ্ঞা-বিরোধী আইন’-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে কারা এই নিষেধাজ্ঞার আওতায় আসছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন>>
ট্রাম্পের শুল্কে কঠিন পরীক্ষার মুখে চীনের প্রতিবেশীরা শুল্কের চাপ, চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেলো বোয়িংয়ের প্লেন যুক্তরাষ্ট্রকে খুশি করতে চাওয়া দেশগুলোর প্রতি পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনেরগুও জিয়াকুন আরও বলেন, হংকং চীনের অভ্যন্তরীণ বিষয়। এতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের ‘ভুল পদক্ষেপ’ গ্রহণ করলে চীন তার উপযুক্ত জবাব দেবে।
Advertisement
এর আগে, গত মার্চে চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তাদের ‘সীমান্ত পেরিয়ে দমনমূলক আচরণ’ এবং শহরটির স্বায়ত্তশাসন হ্রাসের অভিযোগে অভিযুক্ত করা হয়। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ছিলেন হংকংয়ের বিচার সচিব পল ল্যাম, নিরাপত্তা অফিসের পরিচালক ডং জিংওয়েই এবং সাবেক পুলিশ কমিশনার রেমন্ড সিউ।
এদিকে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধের মধ্যে নতুন এই পাল্টা নিষেধাজ্ঞার পদক্ষেপ দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করতে পারে। পাশাপাশি বেইজিং হুঁশিয়ারি দিয়ে বলেছে, অন্য কোনো দেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বাণিজ্যচুক্তিতে যায়, যাতে চীনের স্বার্থ ক্ষুণ্ন হয়, তাহলে সেসব দেশের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
১৯৯৭ সালে যুক্তরাজ্য থেকে চীনের হাতে হস্তান্তরের সময় হংকংয়ে ‘এক দেশ, দুই নীতি’ নীতিমালার আওতায় ৫০ বছর পর্যন্ত স্বায়ত্তশাসন ও পশ্চিমা ধরনের নাগরিক অধিকার বজায় রাখার প্রতিশ্রুতি ছিল। কিন্তু গত কয়েক বছরে সেই প্রতিশ্রুতি ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করে আসছে পশ্চিমা দেশগুলো। তবে চীন ও হংকং সরকার এই অবস্থানকে যুক্তি দিয়ে বলছে—নিরাপত্তা আইন শহরের স্থিতিশীলতার জন্য অপরিহার্য।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেসকেএএ/
Advertisement