বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বেশ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অভিযুক্ত শিক্ষকদের প্রতীকী কুশপুতুলে জুতা নিক্ষেপ করে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোডে তারা এই কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন এবং যৌন হয়রানির বিরুদ্ধে স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনা বাড়ছে কিন্তু প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের শিক্ষক রশিদুল ইসলামের স্ক্রিনশট, অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর যৌন হয়রানির বিষয়টি সামনে এসেছে।
Advertisement
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। লিখিত অভিযোগে ভুক্তভোগীর নাম থাকা লাগবে। প্রয়োজনে তার নাম আমরা গোপন রাখবো।
ফারহান সাদিক সাজু/এসআর/জিকেএস