রাজধানীর তেজগাঁও রেলস্টেশনের উত্তর পাশে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক নারীর মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার রায় জাগো নিউজকে বলেন, আমরা খবর পেয়ে তেজগাঁও রেলস্টেশনের উত্তর পাশ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, নারী ওই এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। তার নামপরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিমকে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যাবে। মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
Advertisement
কাজী আল-আমিন/এমএএইচ/জিকেএস