দেশজুড়ে

বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে আবু তাহের মিয়া (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মইশাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

Advertisement

নিহত আবু তাহের মিয়া ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি জাঙালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

জানা গেছে, সোমবার সকালে নিজের সবজি বাগানে যান আবু তাহের মিয়া। এসময় বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে জমিতে থাকা পানি সেচ মেশিনের ঘরে অবস্থান নেন আবু তাহেরসহ আরও দুজন। ঝড়-বৃষ্টির একপর্যায়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই আবু তাহের মারা যান। এসময় সঙ্গে থাকা অপর দুজন আহত হন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

এসকে রাসেল/এফএ/জেআইএম