জাতীয় নাগরিক পার্টি-এনসিপির তৃতীয় সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দলের সদস্যদের আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের তদন্তের জন্য ‘শৃঙ্খলা কমিটি’ গঠন করা হয়েছে।
Advertisement
রোববার (২০ এপ্রিল) রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কমিটির প্রধান হয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন। এছাড়া সদস্য হয়েছেন, ডা.তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান এবং সাইয়েদ জামিল।
দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এই কমিটির অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়।
Advertisement
এনএস/এমআইএইচএস