ছুরিকাঘাতে নিহত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের গায়েবানা জানাজা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঢাবির ভিসি চত্বরে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
Advertisement
গায়েবানা জানাজা শেষে ভিসি চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি মল চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে ‘দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘লাল জুলাইয়ের বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দেন তারা।
এ সময় পারভেজ হত্যার সুষ্ঠু বিচার ও খুনিদের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনকে আর বিতর্কিত না করে বিলুপ্ত ঘোষণার আহ্বান জানানো হয়।
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে লাশের রাজনীতি, খুন, হত্যার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই আমরা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমেছিলাম। অথচ ৫ আগস্টের পর সেই আগের মতই দেখা যাচ্ছে। সামান্য ঘটনাকে কেন্দ্র করে খুন করে ফেলা হচ্ছে।
Advertisement
এ পরিস্থিতি মোকাবিলায় মানবিক ও নৈতিক মূল্যবোধের জাগরণ দরকার বলে মনে করেন বিন ইয়ামিন। খুনিদের রাজনৈতিক শেল্টার না দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এফএআর/এমআইএইচএস