দুই দলই আইপিএলে সবচেয়ে বেশি সাফল্য অর্জনকারী ফ্রাঞ্চাইজি। ৫টি করে মোট ১০টি শিরোপা জিতেছে এই দুই দল। যে কারণে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হওয়া মানেই একটা ক্ল্যাসিকো লড়াই।
Advertisement
সেই লড়াইয়ে জৌলুশ হয়তো এখন কম; কিন্তু হাতি মরলেও যেমন তার দাম লাখ টাকা, তেমনি চেন্নাই-মুম্বাই লড়াইয়েও আলাদা একটা আকর্ষণ আছে। মাঠের লড়াইও বেশ জমে ওঠে।
মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হযেছে দুই দল। টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইকে ১৭৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
ব্যাট করতে নামার পর দুই ওপেনার শেখ রশিদ ও রাচিন রাবিন্দ্রা মিলে খুব বেশি কিছু করতে পারেননি। ১৯ রান করে আউট হন রশিদ এবং রাচিন রাবিন্দ্রা করেন ৫ রান।
Advertisement
তবে আয়ুশ মাহাত্রি আর রবিন্দ্র জাদেজার ব্যাটে ঘুরে দাঁড়ায় চেন্নাই। ১৫ বলে ৩২ রান করে আউট হন মাহাত্রি। ৩৫ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন রবিন্দ্র জাদেজা, ৩২ বলে শিবাম দুবে করেন ৫০ রান। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে চেন্নাই সুপার কিংস।
আইএইচএস/