যশোরে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
রোববার (২০ এপ্রিল) বিকেলে তাদের আটক করা হয়। পরে নাশকতা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল এবং নাভারন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজান আলী।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
ওসি জানান, জাহাঙ্গীর আলম মুকুলকে হাজির আলী মোড় থেকে এবং শাহাজান আলীকে তার পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেফতার করা হয়।
মিলন রহমান/এসআর