দাবায় আন্তর্জাতিক মাস্টার (আইএম) হতে তিনটি নর্ম দরকার। ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তার বহুল কাঙ্ক্ষিত তৃতীয় আইএম নর্মটি পেয়েছেন। হাঙ্গেরির বুদাপেস্টে ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ডমাস্টার দাবায় দশম রাউন্ডে স্বাগতিক দেশের গ্র্যান্ডমাস্টার গেরগেলি আৎসেলকে হারিয়েছেন তাহসিন। এ জয়ে তিনি পৌছে যান নিজের লক্ষ্যে। টুর্নামেন্টে রানারআপ হয়েছেন তিনি।
Advertisement
দশ ম্যাচে তার পয়েন্ট ৬। একটি ম্যাচ হেরেছেন। তিনটি জিতেছেন, ছয়টি ড্র করেছেন। তৃতীয় নর্ম পেলেও আইএম খেতাব পেতে তাহসিনের রেটিং হতে হবে ২৪০০। এই টুর্নামেন্ট খেলে তিনি রেটিং বাড়িয়েছেন ৩৫। সব মিলিয়ে তার রেটিং হচ্ছে ২৩৮৯। দরকার আর মাত্র ১১।
তাহসিন প্রথম আইএম নর্ম করেন ২০২৩ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান জোনাল চ্যাম্পিয়নশিপে। দ্বিতীয়টি করেন গত মার্চে কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনালে। তাহসিন হাঙ্গেরিতে গিয়েছিলেন তিনটি টুর্নামেন্টে খেলতে। প্রথম দুটিতে নর্ম হয়নি। তৃতীয়টিতে হয়েছে।
আরআই/আইএইচএস/
Advertisement