ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রইছ পরিবহনের দুটি বাস আটকে রেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বাস দুটি আটকে রেখেছেন তারা। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাস দুটি আটকানো ছিল।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী মাহামুদুল হাসান পাপন বলেন, ‘ইসলামপুর যাওয়ার জন্য গতকাল সন্ধ্যার দিকে রইছ পরিবহনের একটি বাসে উঠি। ভাড়া চাইলে ২০০ টাকার নোট দেই। যদিও আমার গন্তব্যের হাফ ভাড়া ছিল ১০ টাকা। কিন্তু কন্ডাক্টর আমাকে ৮০ টাকা দিয়ে বাকি টাকা পরে ফিরত দিতে চান। পরে আমি বাকি টাকা ১১০ টাকা ফেরত চাইলে তিনি আমাকে টাকা ফেরত না দিয়ে গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ধাক্কা দিয়ে বাসের পেছনে নিয়ে যান।’
আটকা থাকা একটি বাসের হেলপার শুভ বলেন, ‘ঝামেলা হয়েছে মহাখালী সড়কের বাসের সঙ্গে। আমাদেরকে আটকিয়ে বললো, বাস ভেতরে ঢুকান। আমরা বাগবিতণ্ডা না করে ঢুকালাম। কাল ৮টায় আটকালো, এখনো আটকে আছি। এ বিষয়ে কথা বলতে আমাদের লাইনম্যানরা আসছেন।’
Advertisement
বাস আটকের বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, বাসমালিক সমিতির সঙ্গে কথা হয়েছে। মালিকপক্ষের লোক আসছে। এরকম অপ্রত্যাশিত ঘটনা যাতে না ঘটে, আমরা সে বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করবো। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সৈকত ইসলাম/এসআর/জিকেএস