রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
তারা হলো, সাইফা (৭) ও হামিদা (৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
পুঠিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, সাইফা ও হামিদা দুপুরে খেলা করছিল। কোনো একসময় ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ তারে হাত দেয়। এ সময় তারা বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান।
ওসি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Advertisement
সাখাওয়াত হোসেন/আরএইচ/জিকেএস