জাতীয়

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

রোববার (২০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মেহেদী হাসান বলেন, গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

গ্রেফতাররা হলো টিপু সুলতান (২২), জমাল (৩০), শাকিল (২৩), মামুন (৩২), অহিদুল (৩২), আরিফ (৩৫) ও মারুফ (৩৬)।

গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/জেএইচ/জেআইএম

Advertisement