এবার গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছে ইস্তাম্বুলের মানুষ। গাজায় গণহত্যা, হত্যাযজ্ঞ এবং স্থানান্তর- এই প্রতিপাদ্য নিয়ে তুরস্কের বাণিজ্যিক রাজধানীতে বিক্ষোভে অংশ নিয়েছেন ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীরা।
Advertisement
পুলিশ বিক্ষোভকারীদের তাকসিম স্কয়ারে মিছিল করতে বাঁধা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীদের অনেকেই তুরস্কের বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সমর্থক ছিলেন বলে উল্লেখ করা হয়।
এর আগে অবরুদ্ধ এই উপত্যকা এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মরক্কোর রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী। প্রায় ১৮ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভে অংশ নেওয়া লোকজন।
বিগত কয়েক মাসের মধ্যে এটাই ছিল মরক্কোর সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি। স্থানীয় সময় রোববার (৬ এপ্রিল) দেশটির রাজধানী রাবাতের বিভিন্ন এলাকার রাস্তায় জড়ো জন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি পতাকা পদদলিত করতে দেখা গেছে।
Advertisement
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত ৭ এপ্রিল বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দেয় ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। এরপরেই বিভিন্ন দেশে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে বিক্ষোভ শুরু হয়।
গাজায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলা এখনও অব্যাহত রয়েছে। শনিবার (১৯ এপ্রিল) অবরুদ্ধ এই উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও কমপক্ষে ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে নতুন করে আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। বন্দীদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য একটি নতুন চুক্তির প্রস্তাবের পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অপরদিকে হামাস জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি-আমেরিকান বন্দি এডান আলেকজান্ডারকে ধরে রাখা প্রহরীর মৃতদেহ উদ্ধার করেছেন। তবে এডানের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি।
আরও পড়ুন: গাজায় বোমা হামলা অব্যাহত, প্রাণ হারিয়েছে আরও ৫২ জন গাজা দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করলো জার্মানি গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৩২গাজাযুদ্ধ বন্ধ ও জিম্মি বিনিময়ের ক্ষেত্রে ইসরায়েলের সঙ্গে পূর্ণাঙ্গ চুক্তির আলোচনা চায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলের দেওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাব প্রত্যাখান করে গাজায় হামাসের প্রধান খলিল আল-হায়া এ কথা বলেছে। টেলিভিশনে দেওয়া এক ভাষণে খলিল আল-হায়া বলেছেন, হামাস আর অন্তর্বর্তীকালীন চুক্তিতে সম্মত হবে না।
Advertisement
টিটিএন