রাজধানীর ফকিরাপুলে গরমপানির গলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন।
Advertisement
রোববার (২০ এপ্রিল) ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফকিরাপুলের ৫৪/১ গরম পানির গলির পঞ্চম তলা ভবনের দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।
হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগুনে ৩ জন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
Advertisement
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ফকিরাপুল গরম পানির গলি এলাকা থেকে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে এসেছে। তাদের মধ্যে কুলসুম ও কামরুন্নেসা নামে দুজনের দগ্ধ বেশি হয়েছে। অন্যজন (ছেলে) দগ্ধ কিছুটা কম। তাকে অবজারভেশনে রাখা হয়েছে।
কাজী আল আমীন/কেআর/এমএইচআর/এমএস