দেশজুড়ে

ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে

ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভিমরুলের কামড়ে মো. সালামত মিয়াজী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার, তাদের মেয়ে ও জামাই আহত হয়েছেন।

Advertisement

শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে মতলব উত্তর উপজেলার ঘাসিরচরের ঘোষবাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সালামত মিয়াজী আলোর সন্ধানে বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ও বড় দূর্গাপুর গ্রামের মৃত তমিজ উদ্দীন মিয়াজির ছেলে। তার স্ত্রী-সন্তান ঢাকার একটি হাসপাতালে আইসিউতে আছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. মানিক মিয়া।

Advertisement

পরিবার জানায়, সালামত মিয়াজি ও তার স্ত্রী সেলিনা বেগম শনিবার (১৯ মার্চ) বিকেলে মেয়ের শ্বশুরবাড়ি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঘাসিরচর গ্রামের উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে রাস্তার ঘোষ বাড়ি সংলগ্ন স্থানে তাকে ও তার স্ত্রী সেলিনা আক্তারকে ভিমরুল কামড়ায়। খবর পেয়ে তার মেয়ে শাউনী আক্তার ও মেয়ের জামাই ঘটনাস্থলে ছুটে যান। তাদেরকেও ভিমরুল কামড়ে আহত করে।

সেখান থেকে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকার বারডেম হাসপাতালে নিলে চিকিৎসক সালামত মিয়াজিকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী সেলিনা আক্তার ও অন্যান্যরা মারাত্মক অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

দুর্গাপুর ইউপি সদস্য মো. মানিক মিয়া জানান, ঘটনাটি হৃদয়বিদারক। চোখের সামনে এমন মৃত্যু খুবই কষ্টের। ঘটনার পর আহত সালামত মিয়াজিসহ তার পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে যাওয়ার পর তার মৃত্যু হয়। সালামত মিয়াজির মৃত্যুর সংবাদ পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শরীফুল ইসলাম/এফএ/এমএস

Advertisement