আইন-আদালত

সাবেক মন্ত্রীসহ ১৯ জনের হাজিরা: ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

সাবেক মন্ত্রীসহ ১৯ জনের হাজিরা: ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা

জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৯ জনকে রোববার (২০ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। গ্রেফতারি পরোয়ানা জারির পর শ্যোন অ্যারেস্ট দেখানো ৪৬ জনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের ১৯ জনকে ট্রাইব্যুনালে তোলা হবে। এজন্য রোববার সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে।

Advertisement

অন্যদিকে, জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় আনা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্যে নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (রোববার) তার অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে। প্রতিবেদন দাখিলের পর জানা যাবে তার বিষয়ে তদন্ত শেষ, নাকি আরও সময় প্রয়োজন।

রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সুপ্রিম কোর্টে আগত লোকজনকে তল্লাশি করে প্রবেশ করতে দিচ্ছেন। বাড়ানো হয়েছে পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা নজরদারী।

Advertisement

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্যে রোববার (২০ এপ্রিল) দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। তবে কয়টার সময় তাদের ট্রাইব্যুনালে আনা হবে সেটি নিশ্চিত করেননি তিনি।

এরও আগে গত ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে হাজির করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আরও পড়ুন

সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আনা হলো ট্রাইব্যুনালেতদন্ত প্রতিবেদন দাখিলে আরও ২ মাস সময় দিলেন ট্রাইব্যুনাল

তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের পর চিফ প্রসিকিউটরের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর এই আদেশ দেন। এর আগে, ওইদিন সকালে গ্রেফতার সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টাসহ ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Advertisement

যাদের হাজির করা হবে তারা হলেন- সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, আইনমন্ত্রী আনিসুল হক, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, সাবেক সাংসদ শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, ফারুক খান, আব্দুর রাজ্জাক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক এমপি সোলাইমান সেলিম, এনটিএমসি সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এফএইচ/এএমএ/এমএস