রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে আরিফ (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি ৩৬ নং ওয়ার্ড যুবদলের সদস্য বলে জানা যায়।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
আহত আরিফকে নিয়ে আসা ৩৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য ও ওয়ার্কশপে কাজ করে। রাতে দুর্বৃত্তরা তাকে গুলি করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে যায়। চিকিৎসক জানান আরিফের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
তিনি আরও জানান, আরিফ মাদারীপুর জেলার শিবচর থানার হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। বর্তমানে তিনি ডেমরা স্টাফ কোয়ার্টারে থাকেন।
Advertisement
হাতিরঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
কাজী আল-আমিন/এএমএ/এমএস