ভোলায় বনে জোয়ারের পানি প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে আসা একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। পরে চিকিৎসা দিয়ে বনে অবমুক্ত করা হয়েছে।
Advertisement
শনিবার (১৯ এপ্রিল) জেলার মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজার এলাকার আজাহার মাঝির বাড়ির সামনে থেকে ওই হরিণটি উদ্ধার করা হয়।
রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুল হাসান জানান, শনিবার সকাল ৭টার দিকে ওই বাড়ির সামনে চিত্রা হরিণটিকে স্থানীয়রা দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেন। পরে আমরা হরিণটিকে উদ্ধার করে বনবিভাগের অফিসে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেই। পরে সকাল ১১টার দিকে মনপুরার চর পাতালিয়ার সংরক্ষিত বনে অবমুক্ত করেছি।
তিনি আরেও জানান, আলম বাজার এলাকার হরিণের আবাসন স্থান বনে জোয়ারের পানি প্রবেশ করায় হরিণটি নিরাপদ আশ্রয়ের জন্য লোকালয়ে ছুটে আসে বলে ধারণা করছি। তবে হরিণটির কোন সমস্যা ছিল না।
Advertisement
জুয়েল সাহা বিকাশ/এমএন/এমএস