আন্তর্জাতিক

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত

পাকিস্তানের কমপক্ষে তিন জায়গায় ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন।

Advertisement

তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত এ হামলা চালিয়েছে ভারত। খবর ডনের।

অন্যদিকে ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।

ভারত সরকার বুধবার এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।

Advertisement

এমএইচআর