অর্থনীতি

‘নতুন সরকার বড় সুযোগ, এখানে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে’

‘নতুন সরকার বড় সুযোগ, এখানে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে’

আমেরিকান শীর্ষস্থানীয় তহবিল প্রদানকারী প্রতিষ্ঠান নিউ এনার্জি নেক্সাস। বিশ্বব্যাপী পরিচ্ছন্ন শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে যেসব উদ্যোক্তা কাজ করেন তাদের সহায়তা করে প্রতিষ্ঠানটি। ২০৩০ সালের মধ্যে তারা প্রায় এক লাখ উদ্যোক্তাকে সহায়তা করতে চায়।

Advertisement

২১ বছরে ৯ হাজার ৯৫৬টি উদ্যোগ ও এক হাজার ৪৮৩ ব্যবসায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে নিউ এনার্জি নেক্সাস। যার মাধ্যমে ৮৩ হাজার কর্মসংস্থান হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে কথা হয় নিউ এনার্জি নেক্সাসের গ্লোবাল পার্টনারশিপ ডিরেক্টর স্টেইনলি এনজির সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল হক মিঠু।

জাগো নিউজ: আপনি কী ধরনের বিনিয়োগ করতে আগ্রহী?

স্টেইনলি এনজি: যেসব তরুণ উদ্যোক্তা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করছে আমরা তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের ব্যবসার উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করি। বিভিন্ন প্রকল্প নিই, তাদের স্টার্টআপে বিনিয়োগ করি, বিনিয়োগকারী খুঁজে দিই। যাতে আরও বেশি তরুণ উদ্যোক্তা পরিচ্ছন্ন জ্বালানি নিয়ে কাজ করতে উৎসাহী হয়।

Advertisement

আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। নতুন সরকার আছে। এটা বড় সুযোগ, ব্যবসায় সমৃদ্ধি হবে। এখানে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

জাগো নিউজ: বাংলাদেশে আসার উদ্দেশ্য কী?

স্টেইনলি এনজি: আমি এর আগেও কয়েকবার বাংলাদেশে এসেছি। নিউ এনার্জি নেক্সাস আমেরিকান প্রতিষ্ঠান। আমরা বাংলাদেশে নতুন প্রকল্প নিয়ে কাজ করতে চাই। এবার এসেছি বিনিয়োগ সামিটে অংশ নিতে। নতুন সরকারের বিনিয়োগ দৃষ্টিভঙ্গি কেমন, কী ধরনের সুযোগ তারা বিনিয়োগকারীদের দিতে চান- এগুলো জানতে এবার এসেছি। এছাড়া তরুণ উদ্যোক্তাদের সঙ্গে দেখা করা, নতুন এক্সেলেটর প্রোগ্রাম নেওয়া, নতুন বাংলাদেশি ক্লাইমেট টেক প্রতিষ্ঠানকে সহায়তা করতে এসেছি।

আরও পড়ুন

Advertisement

বিনিয়োগ সম্মেলনে কেমন সাড়া পেলো বাংলাদেশ? বিনিয়োগ সম্মেলন বদলে দিতে পারে বিদেশিদের দৃষ্টিভঙ্গি বিনিয়োগ সম্মেলনে ৩১০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা এসেছে

জাগো নিউজ: বাংলাদেশের সম্ভাবনার জায়গাগুলো কী কী?

স্টেইনলি এনজি: বাংলাদেশের প্রধান শিল্পখাত কৃষি ও তৈরি পোশাক। তৈরি পোশাক খাতে আমাদের ব্যাপক কাজ করার সুযোগ আছে। নবায়নযোগ্য জ্বালানি, কৃষি প্রযুক্তি খাতে সম্ভাবনা আছে। কৃষক যেন সহজে বেশি ফসল উৎপাদন করতে পারে ও বিপণন করতে পারে।

জাগো নিউজ: বাংলাদেশে বিনিয়োগের সুবিধাগুলো কী?

স্টেইনলি এনজি: বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ শিক্ষিত। তরুণরা উচ্চাকাঙ্ক্ষী, তারা নতুন ব্যবসা প্রতিষ্ঠা করছে। এখানে বাজারও বড়। আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। নতুন সরকার আছে। এটা বড় সুযোগ, ব্যবসায় সমৃদ্ধি হবে। এখানে বিনিয়োগ সম্ভাবনা রয়েছে।

সরকার পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানে। এ ধরনের ঘটনা বিনিয়োগবান্ধব নয়। নীতির দীর্ঘস্থায়িত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিনিয়োগকারীরা বিশ্বাস করেন যে তারা তাদের অর্থ ফেরত নিয়ে যেতে পারবেন।

জাগো নিউজ: গত দশকে বাংলাদেশে বিনিয়োগ কমেছে। এর কারণ কী, বাংলাদেশে বিনিয়োগে বাধাগুলো কী?

স্টেইনলি এনজি: গত বছর বাংলাদেশে বড় ঘটনা ঘটেছে। সরকার পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানে। এ ধরনের ঘটনা বিনিয়োগবান্ধব নয়। নীতির দীর্ঘস্থায়িত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে বিনিয়োগকারীরা বিশ্বাস করেন যে তারা তাদের অর্থ ফেরত নিয়ে যেতে পারবেন।

এই পরিবর্তন সুযোগও তৈরি করে। সবাই নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। সরকার সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। আমি মনে করি বিনিয়োগের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হলো সুযোগ- সুযোগগুলো সঠিক সময়ে পাওয়া।

এসএম/এএসএ/এমএস