পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সংকটে এক মাস বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে হাসপাতালে আনার পর জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Advertisement
শিশুটি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের রিটন চাকমার মেয়ে। রিটন চাকমার অভিযোগ, হাসপাতালে কোনো অক্সিজেন সিলিন্ডার না থাকায় যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি। পরে বিকল্প উপায় সিপিআর দিয়ে বাঁচানোর চেষ্টা করেও শিশুকে বাঁচানো যায়নি।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ বনি বলেন, বাচ্চাটিকে হাসপাতালে আনার পর আমরা পালস পাইনি। বাচ্চাটি মৃত ছিল। তবুও আমরা জীবিত ভেবে বাচ্চাটিকে বাঁচানোর চেষ্টা করেছি। মেডিকেল প্রসিডিওর অনুযায়ী বাচ্চাকে সিপিআর দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাচ্চার মায়ের ভাষ্য অনুযায়ী, বাচ্চাটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। মৃত বাচ্চাকে তো বাঁচানোর সাধ্য নেই। অক্সিজেনের ঘাটতির কারণে মারা গিয়েছে, বিষয়টি আসলে সেরকম না। আমাদের অক্সিজেন নেওয়া রোগী হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন।
Advertisement
এদিকে, শিশুর মৃত্যুর ঘটনায় আলোচনায় উঠে এসেছে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল ও চিকিৎসক সংকটের বিষয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদও শূন্য। খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সিভিল সার্জন (সিএস) চিকিৎসক সংকটের কথা বলছেন।
জানতে চাইলে বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আমরা প্রতিনিয়ত অভিযোগ পাচ্ছি। জনগণ বিভিন্ন অভিযোগ দিচ্ছেন। শুক্রবারও একটা ঘটনা ঘটেছে। অক্সিজেনের অভাবে একটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হাসপাতালের সংশ্লিষ্ট যারা রয়েছেন এসব বিষয়ে তাদের সঙ্গেও আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। এখানে আসলে যথেষ্ট চিকিৎসকের সংকট রয়েছে। ১৬ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৪ জন। তারাও সব সময় উপস্থিত থাকেন না। একটি মাত্র অ্যাম্বুলেন্স রয়েছে, এখন সেটিও নষ্ট। বিভিন্ন মেডিকেল সরঞ্জামেরও সংকট রয়েছে।
জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মেডিকেল অফিসার পদায়ন করা হয়েছে। তবে তিনি এখনো যোগদান করেননি। হাসপাতালে একজন কর্মকর্তার দরকার, সেটি এখন নেই।
এমএন/জিকেএস
Advertisement