মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাত বছর বয়সী ভাতিজা মাসুম মিয়া হত্যার দায়ে চাচি সেলি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
Advertisement
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক ফারহানা ইয়াছমিনের প্রথম আদালতে চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেওয়া হলো।
জানা যায়, ২০১৬ সালে কুলাউড়া উপজেলার কুরবানপুর গ্রামে সাত বছর বয়সী ছেলে মাসুম মিয়াকে দা দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন তারই চাচি সেলি বেগম। এ ঘটনায় নিহতের বাবা মাসুক মিয়া কুলাউড়া থানায় একটি হত্যা মামলা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন বাবু দীপক চন্দ্র ধর।
Advertisement
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, মামলায় মাসুক মিয়াসহ ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাজা দেন। আমরা মনে করি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
ওমর ফারুক নাঈম/জেডএইচ/এমএস