মানুষ পরিবর্তন পছন্দ করে না, অথচ জীবন নিজেই এক পরিবর্তনের গল্প। নতুন কর্মস্থল, নতুন শহর, নতুন টিম কিংবা নতুন এক সমাজব্যবস্থা; জীবনের প্রতিটি বাঁকে আমরা অজানা পরিবেশের মুখোমুখি হই। আর এই অজানাকে গ্রহণ করাই হচ্ছে ‘মানিয়ে নেওয়া’।
Advertisement
অনেকেই ভাবে, নতুন জায়গায় যাওয়া মানেই শুধুই সংকোচ আর অস্বস্তি। কিন্তু প্রকৃতপক্ষে, এই অস্বস্তিই আমাদের মানসিকভাবে পরিণত করে তোলে। প্রশ্ন হচ্ছে এই বদলের সঙ্গে আমরা কীভাবে তাল মেলাব? চলুন জেনে নিই এমন কিছু কার্যকর কৌশল, যা আপনাকে সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে যেকোনো নতুন পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করবে।
>> মানসিক প্রস্তুতি নিননতুন জায়গায় গেলেই যদি মনে হয় ‘আমি একা’, কিংবা ‘এখানে কেউ আমাকে চেনে না’-তাহলে জেনে রাখুন, এটা শুধু আপনার নয়, সবার ক্ষেত্রেই ঘটে। এই অস্বস্তিটুকুই প্রমাণ করে আপনি নতুনের সামনে দাঁড়িয়ে আছেন। পরিবর্তন মানেই অজানা। অজানাকে আপন করতে হলে আগে মানসিক প্রস্তুতি জরুরি। নিজের মনকে বোঝান অসুবিধা হলেও আমি ধীরে ধীরে মানিয়ে নেব।
>> পর্যবেক্ষণ করুন, দ্রুত প্রতিক্রিয়া নয়নতুন পরিবেশে ঢুকে অনেকে নিজের জায়গা তৈরি করতে গিয়ে খুব তাড়াহুড়া করে ফেলেন। ফলাফল? ভুল বোঝাবুঝি। সঠিক উপায় হলো শুরুতে শুধু লক্ষ্য করুন। পরিবেশ, মানুষ, কাজের ধরণ, আচরণ সবকিছু পর্যবেক্ষণ করুন। এই পর্যবেক্ষণই ভবিষ্যতের সঠিক সিদ্ধান্তের ভিত্তি গড়ে দেবে।
Advertisement
>> খোলা মনে মানুষের সঙ্গে কথা বলুননিজেকে নতুন জায়গায় পরিচিত করে তুলতে হলে ‘ভয়’ নয়, দরকার ‘উদ্যোগ’। একটা ‘হ্যালো’, একসাথে চা খাওয়া, ছোট্ট হাসি-এই ছোট ছোট যোগাযোগই ভবিষ্যতের বড় সম্পর্কের ভিত্তি। মনে রাখবেন, আপনার মতো তারাও কাউকে জানার অপেক্ষায় আছে।
>> নিজের পরিচয় তৈরি করুন কাজ দিয়েনতুন পরিবেশে সবচেয়ে কার্যকর পরিচয় হলো আপনার কাজ। আপনি যত কম কথা বলুন না কেন, যদি আপনার কাজ ভালো হয়, তাহলে মানুষ আপনাকে গুরুত্ব দেবে। সবার বিশ্বাস অর্জনের চেয়ে নিজের দক্ষতা প্রমাণ করাই প্রথম পদক্ষেপ।
>> মানিয়ে নেওয়া মানেই নিজেকে হারিয়ে ফেলা নয়অনেকেই মনে করেন, মানিয়ে নেওয়া মানে নিজের স্বকীয়তা ভুলে যাওয়া। এটা ভুল ধারণা। পরিবেশের সঙ্গে তাল মেলাতে গেলে কিছুটা নমনীয় হতে হয় ঠিকই, কিন্তু সেটা আত্মসমর্পণ নয়। নিজের মূল্যবোধ বজায় রেখেও আপনি নতুন পরিবেশে জায়গা করে নিতে পারেন।
>> ধৈর্য ধরুন, পরিবর্তনের ফল একদিনেই আসে নাএকদিনেই নতুন পরিবেশ আপন হয়ে যাবে-এমন আশা করাটাই বাস্তববিরোধী। একটু সময় দিন। ধীরে ধীরে নতুন অভিজ্ঞতা, নতুন বন্ধুত্ব, নতুন দায়িত্ব আপনাকে আপন করে নেবে। মনে রাখবেন, বৃক্ষও রাতারাতি বড় হয় না।
Advertisement
>> সাহায্য চাইতে ভয় পাবেন নাঅনেকে মনে করেন, সাহায্য চাইলে দুর্বল মনে করা হবে। বাস্তবে, যারা জানে কখন সাহায্য চাইতে হয়, তারাই সবচেয়ে পরিপক্ব। নতুন পরিবেশে পথ খুঁজে পেতে কখনো কারোর সাহায্য দরকার হলে নির্দ্বিধায় চেয়ে নিন।
মানিয়ে নেওয়া কোনো দুর্বলতার পরিচয় নয়, এটা একজন মানুষের মানসিক শক্তি ও নমনীয়তার প্রকাশ। নতুন পরিবেশে নিজেকে গুছিয়ে নেওয়া মানে শুধু টিকে থাকা নয়, বরং সেখানে বেড়ে ওঠার সুযোগ নেওয়া। জীবনে যত বেশি পরিবর্তনের মুখোমুখি হবেন, তত বেশি আপনি নিজের অজানা শক্তিকে আবিষ্কার করবেন। আর সেখানেই লুকিয়ে আছে আপনার উন্নতির সত্যিকারের শুরু।
জেএস/জিকেএস