চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের নয়মাইল বাজারে দ্রুতগামী একটি পরিবহনের ধাক্কায় পাখিভ্যানের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
Advertisement
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৫টার দিকে সিন্দুরিয়া রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুতুবপুর গ্রামের পাখিভ্যান চালক আব্দুর রাজ্জাক (৬৫) এবং মাহম্মদজমা গ্রামের খান্দারপাড়ার চাল ব্যবসায়ী সরোয়ার হোসেন (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে আব্দুর রাজ্জাক ও সরোয়ার পাখিভ্যানে করে সিন্দুরিয়া রোড থেকে সরোজগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নয়মাইল বাজার এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির পরিবহন তাদের পাখিভ্যানটিকে পিষ্ট করে চলে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।
Advertisement
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় একটি মসজিদের মুসল্লিরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখেন। ঘাতক পরিবহনটি অন্ধকারের সুযোগে পালিয়ে যায়, ফলে সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে সিন্দুরিয়া পুলিশ ক্যাম্প ও চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে আনা হচ্ছে। ঘাতক পরিবহনটি শনাক্তেরও চেষ্টা চলছে।
হুসাইন মালিক/জেডএইচ/এমএস
Advertisement