সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণ এবং শিক্ষক নিয়োগে বৈষম্য নিরসনে অভিন্ন ইউজিসি নীতিমালা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘রাবির বর্তমান প্রশাসনের কাছে প্রতিটি দাবি আদায়ের জন্য আমাদের রাজপথে নামতে হচ্ছে। মেডিকেলের সমস্যা, হলের সমস্যা, খাবারের সমস্যা, ডিপার্টমেন্টের সভাপতির সমস্যা..নানা সমস্যার কারণে আমাদের রাজপথে নামতে হচ্ছে। বিপ্লবের প্রায় ৯ মাস হতে চলেছে কিন্তু আজও আওয়ামীপন্থি শিক্ষকরা ক্যাম্পাসে অবাধে চলাফেরা করছেন। তারা বিভিন্নভাবে শিক্ষার্থীদের ব্রেইন ওয়াশ করছেন। অনতিবিলম্বে সিন্ডিকেট থেকে আওয়ামীপন্থি শিক্ষকদের অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ইউজিসির অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে।’
মানববন্ধনে সংহতি জানিয়ে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থী শিক্ষক হতে পারবে কি পারবে না তা আওয়ামী সিন্ডিকেট নির্ধারণ করে দিতে পারবে না। আপনারা এসব সুশীলগিরি বাদ দেন। আমরা অনতিবিলম্বে ইউজিসি নীতিমালা বাস্তবায়ন চাই।’
Advertisement
মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন ছাত্রসংগঠনের সদস্যসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মনির হোসেন মাহিন/এসআর/জেআইএম