দেশজুড়ে

ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে ফসলি জমিতে বজ্রপাতে শাহাবুদ্দিন প্রধানীয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার লাওকোরা গ্রামের পশ্চিম পাশের ফসলি মাঠে ইরি ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তিনি।

স্থানীয় বাসিন্দা রাকিবুল ইসলাম রাকিব খন্দকার বলেন, দুপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন শাহাবুদ্দিন। তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তানভীর হাসান জানান, হাসপাতালে আনার আগেই মারা যান শাহাবুদ্দিন। এই মৌসুমে হঠাৎ ঝড়-বৃষ্টি হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

Advertisement

 শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস