আইন-আদালত

সাবেক এমপি সুবিদ আলীর ১৭ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি সুবিদ আলীর ১৭ একর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার মালিকানাধীন ১৭ দশমিক ৭৯ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তার নিজ নামে ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের ২১ ব্যাংক হিসাবে থাকা ৮৬ লাখ ২৬ হাজার ১৪০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। ১৭ দশমিক ৭৯ একর জমির দলিলমূল্য ধরা হয়েছে, ৫ কোটি ১৫ লাখ ৭৪ হাজার ২৭০ টাকা। দুদকের উপপরিচালক রেজাউল করিম এসব জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন।

আরও পড়ুন সাবেক এমপি সুবিদ আলীর স্ত্রীর পৌনে ৫ একর জমি জব্দ

আবেদনে বলা হয়, আসামি সুবিদ আলী ভূঁইয়া পলাতক অবস্থায় তার স্থাবর সম্পদ বিক্রয় এবং ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন ও স্থানান্তর করার পরিকল্পনা করছেন। মামলাটি তদন্তের স্বার্থে বর্ণিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন।

এমআইএন/এমএএইচ/জিকেএস

Advertisement