ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিল্পী মানবেন্দ্র ঘোষের বাসভবনে আগুন লাগানো এবং অনুষদে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ ও এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ঢাবি সাদা দল।
Advertisement
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, মানবেন্দ্র ঘোষকে টার্গেট করে এ ঘটনার সূচনা। যদি এখনই ফ্যাসিবাদী অপশক্তিকে চিহ্নিত করে প্রতিরোধ না করা হয়, তাহলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। আমরা সবাই মিলে আজ আলটিমেটাম দিচ্ছি-তিনদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হবো।
তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনা বাইরের কেউ ঘটায়নি। বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষক ও প্রশাসনিক সদস্য এতে জড়িত। একটি গোষ্ঠী সচেতনভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তার দাবি, বিশ্ববিদ্যালয়ে ‘নীল দল’র একটি অংশকে সক্রিয় করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে এবং এতে প্রশাসনের কিছু কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র জড়িত।
Advertisement
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আজও মন্ত্রণালয়ে আওয়ামী লীগের একাংশকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এখনো তাদের ঘনিষ্ঠ কিছু পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়নি। আমি মন্ত্রণালয়কে স্পষ্ট করে বলতে চাই, চারুকলা ও মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা আগুন দিয়েছে, তাদের তিনদিনের মধ্যে গ্রেফতার করুন, নতুবা আমরা স্মারকলিপি নিয়ে মন্ত্রণালয়ে যাব।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ বলেন, আপনারা সবাই জানেন, চলতি বছর আমরা যথাযথ আইনশৃঙ্খলার মধ্যে নববর্ষ উদযাপন করেছি। কিন্তু বর্ষবরণের প্রস্তুতির সময় থেকেই একটি কুচক্রী মহল অস্থিরতা সৃষ্টি করতে তৎপর ছিল।
তিনি আরও বলেন, গত ১২ তারিখে চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ পোড়ানো হয়েছে। এরপর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়ে তার বহু মূল্যবান শিল্পকর্ম ধ্বংস করা হয়েছে। এ বর্বর ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব-শিল্পীদের এবং শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিশ্চিত করুন।
মানববন্ধনে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, এবারের বর্ষবরণ যেমন প্রাণবন্ত এবং সবার নজর কেড়েছে, তেমনি একটি চক্র এতে ঈর্ষান্বিত হয়ে এসব হামলা চালিয়েছে। আমরা জানি কারা এর পেছনে আছে। দেশবিরোধী কিছু দুষ্কৃতকারী এই কাজ করেছে।
Advertisement
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধী যেই হোক, শিক্ষক, কর্মকর্তা কিংবা ছাত্র-তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অপরাধীই রেহাই পাবে না।
এফএআর/এএমএ/জেআইএম