জাতীয়

আর্থিক দুর্নীতিতে জড়িতদের বিচারে কমিটি গঠন

আর্থিক দুর্নীতিতে জড়িতদের বিচারে কমিটি গঠন

আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচার কার্যক্রম শুরু করতে সরকার কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Advertisement

এরই মধ্যে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান উপদেষ্টা।

আরও পড়ুনবিচার বিভাগের সংস্কার শিগগির শুরু: রিজওয়ানা হাসানরফিকুল আমীনের বিরুদ্ধে ডেসটিনির বিনিয়োগকারীদের বিক্ষোভ

বিচার বিভাগ সংস্কারের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশের বাস্তবায়ন অচিরেই শুরু হবে। বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যমান সিআরপিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে।

Advertisement

বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে টেলিফোনে বা খুদে বার্তাসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সমন জারি হবে বলেও জানান তিনি।

এমইউ/কেএসআর/জেআইএম