আজ দুপুর ১২টা থেকে পরবর্তী চার ঘণ্টার মধ্যে দেশের ৩৪ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
Advertisement
আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের সই করা বজ্রপাতের সতর্কতাজনিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন
সারাদেশেই বজ্রসহ বৃষ্টির আভাসএতে বলা হয়, আগামী চার ঘণ্টার মধ্যে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসময়ে নিচের পদক্ষেপগুল্যে গ্রহণের পরামর্শ দেওয়া হলো:
Advertisement
১. বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন২. জানালা ও দরজা বন্ধ রাখুন৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন৪. নিরাপদ আশ্রয়ে, আশ্রয় নিন৫. গাছের নিচে আশ্রয় নেবেন না৬. কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না৭. বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসের প্লাগ খুলে দিন৮. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন৯. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।
আরএএস/বিএ/এমএস