ফরিদপুরের সালথায় আতিয়ার মাতুব্বর (৬০) নামে এক কৃষকের পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় আতিয়ারের স্ত্রী শিরিয়া বেগম (৫০) ও ছেলে জুয়েল মাতুব্বর (২৮) আহত হয়েছেন।
Advertisement
বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের কাজীর বল্লভদী গ্রামে এ ঘটনা ঘটে। আহত আতিয়ার কাজীর বল্লভদী গ্রামের মৃত গফুর মাতুব্বরের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে আতিয়ার ও তার ছেলে পাটক্ষেতে কাজ করছিলেন। এসময় প্রতিপক্ষের আউয়াল মুন্সির সমর্থকরা আতিয়ার ও তার ছেলের ওপর হামলা চালান। এক পর্যায়ে আতিয়ারের পায়ের রগ কেটে দেন হামলাকারীরা। হামলা ঠেকাতে গিয়ে আতিয়ারের স্ত্রীও আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পূর্বশত্রুতার জেরে এই হামলা করা হয় বলে জানা গেছে। তবে আউয়াল মুন্সির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Advertisement
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এন কে বি নয়ন/এফএ/এমএস