জাতীয়

প্রবাসীদের মালিকানায় ঢাকায় হবে হাসপাতাল: আসিফ নজরুল

প্রবাসীদের মালিকানায় ঢাকায় হবে হাসপাতাল: আসিফ নজরুল

রাজধানী ঢাকার বারিধারায় প্রবাসীদের জন্য হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

Advertisement

তিনি বলেন, এ হাসপাতালে শুধু প্রবাসীদের চিকিৎসা নয়, এর মালিক হবেন প্রবাসীরা। শুধু প্রবাসীরাই এখানে শেয়ার কিনতে পারবেন। প্রবাসীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। বিদেশ ফেরত প্রবাসীদের জন্য চাকরির ব্যবস্থা থাকবে।

বুধবার (১৬ এপ্রিল) প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা এবং প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বিমা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণজনিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আপনারা (প্রবাসীরা) রেমিট্যান্স দিয়ে পুরো দেশটাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা বড় বড় কথা বলি, দেশ উন্নত হয়ে যাচ্ছে- এমন নানান ধরনের কথা আমরা বলি। এসব কিছুর মূল অংশীদার হলেন আপনারা (প্রবাসী কর্মীরা)। আপনাদের টাকায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

Advertisement

তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় দুবাইতে আমাদের প্রবাসী ভাইয়েরা গ্রেফতার হন। মধ্যপ্রাচ্যের দেশে তাদের জেল থেকে গ্রেফতারকৃত দের বের করা প্রায় অসম্ভব- এটা যে কারও পক্ষেই। কিন্ত আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সেটা সম্ভব করেছেন। তার ফোনের মাধ্যমে দুবাই সরকার প্রবাসীদের মুক্তি দেয়।

আরও পড়ুন সারাদেশে রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের  ভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর অব্যাহতি 

আসিফ নজরুল বলেন, ‘আমি আগে যখন বিভিন্ন কাজে বিদেশ যেতাম, অনেক সময় এয়ারপোর্টে ও বিভিন্ন জায়গায় প্রবাসীদের সঙ্গে দেখা হতো, কত আন্তরিকতা তারা দেখিয়েছেন বোঝাতে পারবো না। সেই তাদের জন্য কিছু করতে আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন। কিন্ত আমার কাছে মনে হয় খুব কমই করতে পারছি। আজ যে টাকা আমরা দিয়েছি এটা আপনাদেরই টাকা। এই টাকা প্রবাসী কর্মীদের। আপনারা অবহেলিত ছিলেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

প্রবাসীদের জন্য হাসপাতাল তৈরি করা হবে জানিয়ে তিনি বলেন, আমাদের বৃহৎ পরিকল্পনা আছে। বারিধারায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাড়ে ৮ বিঘা জমি আছে। এখানে প্রবাসীদের জন্য হাসপাতাল হবে। এটা শুধু প্রবাসীদের চিকিৎসা নয়, এর মালিক হবেন প্রবাসীরা। শুধু প্রবাসীরাই এখানে শেয়ার কিনতে পারবেন। প্রবাসীদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। বিদেশ ফেরত প্রবাসীদের জন্য চাকরির ব্যবস্থা থাকবে।

আসিফ নজরুল বলেন, প্রবাসীদের সাময়িকভাবে অবস্থানের জন্য ঢাকায় বিমানবন্দরের সন্নিকটে খিলক্ষেত এলাকায় ওয়েজ আর্নার্স সেন্টারে ৫০ শয্যাবিশিষ্ট ডরমেটরিকে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ২০০ শয্যাবিশিষ্ট ভবনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ভবন নির্মিত হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী প্রবাসী নিরাপদে এ সেন্টারে অবস্থান করতে পারবেন এবং সাশ্রয়ী মূল্যে খাবার পাবেন। জেলায় স্থাপিত ওয়েজ আর্নার্স সেন্টারকে বিদেশগামী কর্মীদের ওরিয়েন্টেশন ও ব্রিফিং, বিদেশ গমনেচ্ছু কর্মীদের ভাষা শিক্ষা, প্রশিক্ষণসহ নানান সুযোগ-সুবিধা সম্বলিত প্রবাসী কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হবে।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। এতে অনুদান পাওয়া প্রবাস ফেরত কর্মী ও তাদের পরিবারের সদস্যরা বক্তব্য দেন।

আরএএস/কেএসআর/জিকেএস