রাজশাহী শিক্ষা বোর্ডের চলমান এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতের প্রশ্নের প্যাকেট খোলা পাওয়া গেছে। ফলে পরিবর্তন করা হয়েছে এ বোর্ডের উচ্চতর গণিতের প্রশ্ন।
Advertisement
খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী বোর্ডের এবারের এসএসসির প্রশ্ন বাংলাদেশ প্রিন্টিং প্রেস বা বিজি প্রেস থেকে প্রিন্ট করা হয়। সেখান থেকে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে আট জেলার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয় এসব প্রশ্ন। নির্ধারিত সময়ে সেগুলো খোলার পর বিতরণ করা হয়। তবে উচ্চতর গণিত পরীক্ষার প্রশ্ন নওগাঁ জেলাতে পাঠানোর পর সেখান থেকে জানানো হয় তিনটি নৈব্যক্তিক প্রশ্নের প্যাকেট আগে থেকেই খোলা। পরে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গিয়ে বিষয়টি নিশ্চিত হয়।
এরপর তারা বিষয়টি গোপন রেখে নতুন করে আবারো প্রশ্ন প্রিন্ট করে আনায়। সেই সঙ্গে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিতরণ করা হয় এসব প্রশ্ন।
এ বিষয়ে জানতে চাইতে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম বলেন, যে যে জায়গায় কম প্রশ্ন গেছে সেখানে আবারো পাঠানো হচ্ছে। নতুন কোনো কারণ নেই।
Advertisement
তবে তার কাছে প্যাকেট খোলা পাওয়ার বিষয়ে চানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, প্রতিটি প্রশ্ন বোর্ডে থেকে আসার পর নির্ধারিত সময়ে আমরা সর্টিং করি। এটির একটি ডেট থাকে। এটি করতে গিয়ে দেখি তিনটি প্যাকেটে সিলগালা করা নেই। তৎক্ষণাৎ আমরা এটি আলাদা করে বোর্ডকে জানাই। তারা এসে সেটিকে সিলগালা করে রেখে যান। পরে তারা গিয়ে কী সিদ্ধান্ত নিয়েছে তা জানা নেই।
কোনো তদন্ত কমিটি করেছেন কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি আমরা কেন করবো। আমরা তো ট্রাংক খুলে দেখেছি। এটি পেয়ে আমরা তাদের সঙ্গে সঙ্গে জানিয়েছি। এ নিয়ে আমাদের তদন্ত করার কিছু নেই।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, আমাদের উচ্চতর গণিত বিষয়ের তিনটি প্রশ্নের প্যাকেট নওগাঁয় খোলা পাওয়া গেছে। এ নিয়ে আমরা বোর্ডে জানিয়েছি। যেহেতু এগুলো নৈব্যক্তিক প্রশ্ন। তাই এগুলো আমরা আবারো বিজি প্রেস থেকে প্রিন্ট করিয়ে এনেছি।
Advertisement
তিনি আরও বলেন, আগের প্রশ্ন বাতিল করে নতুন করে প্রশ্ন দিয়েছি। আর শিক্ষার্থীদের যাতে ভ্রান্ত ধারণা তৈরি না হয় সেজন্য আমরা এ নিয়ে কোনো তদন্ত করিনি। তবে বিজি প্রেস থেকেই এটি মিসটেক হতে পারে। তাদেরও আমরা আর কিছু জানায়নি।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জিকেএস